কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)। তার পক্ষ থেকে ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লায় শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে, কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমদ খাঁন, বিপিএম, বীর পুলিশ সদস্যদের পরিবারের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন।
এছাড়া পুলিশ সুপার নিহত পুলিশ সদস্যদের পরিবারের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC