ডিসেম্বর ৩, ২০২৪

মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪

জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই…

Rising Cumilla - I want to work for the welfare of humanity till the end of my life...
ছবি: প্রতিনিধি

জীবনের শেষ সময়টুকু পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চাই। ছোট এই জীবনে আখিরাতে ভালো কিছু পাবার আশায় ভালো কাজ করতে হবে। অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে কাজ করার মতো ভালো কিছু নেই। তাই এলাকার উন্নয়নে কাজ করতে চাই।

শুক্রবার বিকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাজী জসিম উদ্দিন জসিম এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, এই ফাউন্ডেশনের মাধ্যমে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার গরীব হতদরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা খরচ ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।

এছাড়াও এই ফাউন্ডেশনের মাধ্যমে সামাজিক উন্নয়নে কাজ করা হবে।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, শশীদল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মিন্টু ও শশীদল ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহাবুবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক পাপিয়া আক্তার।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক বাবুল করিম, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, আনিসুর রহমান রিপন ভূইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ডা. নজরুল ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. নজরুল ইসলাম শাহীন (বুড়িচং), মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক খন্দকার জামাল হোসেন, নিমসার জোনাব আলী কলেজের সভাপতি এডভোকেট শরিফ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক রবিউল্লাহ রবি, হাজী জসিম উদ্দিন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য শিল্পী রেজা।

এছাড়া উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জাকির খান সম্রাট, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব এনামুল হক সুমন, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া অপু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সদস্য সচিব কবির হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব ফয়সাল কবির আখন্দসহ হাজী জসিম উদ্দিন জসিম ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।