আর কিছু দিন পরই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে স্বস্তি ফেরাতে শুরু করেছে জিরা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিলি স্থলবন্দর দিয়ে জিরার আমদানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম কমেছে।
বন্দর সূত্রে জানা গেছে, আগে যেখানে হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন গড়ে মাত্র ২ থেকে ৩ ট্রাক জিরা আমদানি হতো, বর্তমানে সেই পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮ থেকে ১০ ট্রাকে। প্রতি টন জিরা ৩ হাজার ৫০০ ডলার মূল্যে আমদানি হচ্ছে।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, কোরবানির ঈদের চাহিদা মেটাতেই মূলত জিরার আমদানি বেড়েছে। কাস্টমস দ্রুততার সাথে এসব জিরার শুল্কায়ন ও ছাড়করণের ব্যবস্থা করছে, যাতে দ্রুত পণ্যগুলো বাজারে পৌঁছাতে পারে।
আমদানিকারক নাজমুল ইসলাম বলেন, "ভারতে জিরার দাম কমে যাওয়ায় এবং একইসাথে আমদানি বেড়ে যাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। ঈদের আগে যদি আরও বেশি জিরা আমদানি হয়, তবে দাম আরও কমবে।"
হিলির স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে প্রতি কেজি জিরা ৬০০ থেকে ৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। জিরার এই দাম কমাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ ক্রেতারা, যা ঈদের কেনাকাটায় কিছুটা হলেও স্বস্তি দেবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC