বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব।’
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন।
জামায়াত আমির তার বক্তব্যে ইসলামকে পৃথিবীর একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, "আমরা একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা চাই। জামায়াতের রাজনীতি হবে মানুষ ও মানবতার কল্যাণে। ইসলাম ও দেশপ্রেমিক সবাইকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে চাই।"
ডা. শফিকুর রহমান গত সাড়ে ১৫ বছরে দেশে 'বিচারের নামে প্রহসন' হয়েছে বলেও অভিযোগ করেন। তিনি বলেন, জামায়াত নেতাদের কোনো 'বেগম পাড়া' বা 'পিসি পাড়া' নেই। তার দাবি, গত ৫৪ বছরে বাংলাদেশের কোনো নাগরিকের প্রতি জামায়াত অবিচার করেনি। "জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, তেমনি দেশও নিয়ন্ত্রণ করতে পারবে," যোগ করেন তিনি।
দেশের প্রতি তাদের ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, "আমরা এদেশের মানুষকে ভালোবাসি ও এদেশের মাটিকে আমরা ভালোবাসি। এজন্য অনুকূল-প্রতিকূল সব অবস্থাতেই আমরা এ দেশেই আছি। অনুকূল অবস্থায় থাকাতো সমস্যা নাই কিন্তু প্রতিকূল অবস্থায় থাকাটা চ্যালেঞ্জিং।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC