
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
জামায়াত ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সবাই মিলেমিশে একসাথে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়া সম্ভব। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ নিরাপত্তা ও পূর্ণ স্বাধীনতার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন ও জীবনযাপন করতে পারবে এমন পরিবেশ নিশ্চিত করা হবে।
রবিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান হবে কঠোর ও আপোষহীন। এক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন করা হবে। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষাজীবন শেষ করার পরপরই কর্মসংস্থানে যুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি করা হবে, যাতে কাউকে কারও কাছে মাথা নত করতে না হয়।
এতে হাজী আলী আহাম্মদ এর সভাপতিত্বে ও মাওলানা কামরুল হাছান সালেহীর পরিচালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আমীর মাওলানা রেজাউল করিম।
এসময় সাহেবাবাদ ইউনিয়ন আমীর মোহাম্মদ আমিনুল ইসলাম, মাওলানা খাইরুল বাশার, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, মোস্তাফিজুর রহমান রাজিব, ছাত্রশিবিরের সভাপতি আজাদ হোসাইনসহ বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অফিসের শুভ উদ্বোধন করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC