বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে একটি দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে।
আজ শুক্রবার কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ডের তেলিকোনা এলাকায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)-এর সভাপতি ডা. জহির উদ্দিন মোহাম্মদ বাবরের নেতৃত্বে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এই ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের এই দলটি সাধারণ রোগ, চর্মরোগ, নারী ও শিশু রোগ, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষা সহ নানা ধরনের চিকিৎসা সেবা দেন। দিনব্যাপী এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় দেড় হাজারেরও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন, "জামায়াত কর্মী মানেই সমাজকর্মী। সাধারণ মানুষের সমস্যা সমাধানে আমরা সবসময় একনিষ্ঠভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ।" তিনি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য জামায়াতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।
এছাড়াও উপস্থিত ছিলেন কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, অঞ্চল পরিচালক মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর নির্বাহী সদস্য মো. কলিমুল্লাহ, জামায়াত নেতা মো. জহিরুল ইসলাম, শ্রমিক নেতা মো. ইয়াসিন মিয়া, মাহাবুবুর রহমান, ১৭ নং ওয়ার্ড সভাপতি মাস্টার সাইফুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি গোলাম সারোয়ারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াত নেতা রাসেল আহমেদ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC