কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের সাথে সৌজন্যে সাক্ষাৎ এবং ডায়েরি ও ক্যালেন্ডার বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্যে সাক্ষাৎ শেষে তাদের হাতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ও কেন্দ্রীয় ইসলামি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট ডক্টর মোবারক হোসাইন এর পক্ষ থেকে ডায়েরি ও ক্যালেন্ডার বিতরণ করা হয়।
এসময় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাঈন উদ্দিন সাঈদসহ অন্যান্য নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।