
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও নির্বাহী পরিষদের অন্যতম সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করা হয়েছে বলে অভিযোগ করছে দলটি।
বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টর ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।
জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার জানান, মতিউর রহমান আকন্দের বাসা গতকাল রাত থেকেই ঘিরে রেখেছিলো পুলিশ। আজ সকাল ১১টা ৮ মিনিটে তাকে আটক করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় পুলিশ।
পরিবারের সদস্যরা জানান, মতিউর রহমান আকন্দ খুবই অসুস্থ। গতকাল (মঙ্গলবার) রাতে এমআরআই করা হয়েছে। আজকেই ডাক্তারের পরামর্শে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে তিনি হার্টের সমস্যায় ভুগছেন। তার বাইপাস সার্জারি করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC