১৬ মে ২০২৫ তারিখ, শুক্রবার ফেসবুক পেজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে "বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের তথ্য একটি ছাত্র সংগঠনকে দিয়ে দিয়েছে" মর্মে প্রচারিত অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের গোচরীভূত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে আনীত এই অভিযোগ অত্যন্ত গুরুতর। এ বিষয়ে আজ রাত দশটায় জরুরি এক প্রশাসনিক সভায় ৩ সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং (সত্যাসত্য যাচাই) কমিটি গঠন করা হয়। কমিটিকে ৮ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, প্রশাসনিক সভায় প্রশাসনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তার সাথে আলোচনায় উঠে আসে যে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট শাখা থেকে কোনো ছাত্র সংগঠনকে শিক্ষার্থীদের এই তথ্য দেয়া হয়নি।
কিন্তু সভা মনে করে যে, এ বিষয়ে সন্দেহ দূর করবার জন্য সত্যাসত্য যাচাই কমিটি গঠন করে সংশ্লিষ্ট সম্ভাব্য সকল শাখায় অনুসন্ধান চালিয়ে সত্য উদ্ঘাটন করা প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করে যে, উল্লেখিত পদক্ষেপ ও বক্তব্যের মাধ্যমে বিদ্যমান সংকট দূর করে সত্য উদ্ঘাটন করার ক্ষেত্রে প্রশাসনের আন্তরিকতা সংক্রান্ত সকল সন্দেহ দূর হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছে।
তথ্যসূত্র: জনসংযোগ অফিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC