
রাইজিং ডেস্ক
আর মাত্র চার মাস পরই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে, তার সম্ভাব্য তারিখ ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন জ্যোতির্বিদরা।
আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির সভাপতি ইব্রাহিম আল-জারওয়ান সংবাদমাধ্যম আল-আরাবিয়াকে জানিয়েছেন, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে রমজান শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
জ্যোতির্বিদ ইব্রাহিম আল-জারওয়ান ব্যাখ্যা করেছেন যে, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে উঠবে ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার)। তবে, ওইদিন সূর্যাস্তের মাত্র ১ মিনিট পরই চাঁদটি অস্ত যাবে, ফলে তা খালি চোখে দেখা যাবে না। এই কারণে ১৮ ফেব্রুয়ারি রমজান শুরু না হয়ে, ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রমজানের প্রথম দিন হবে।
আল-জারওয়ানের ভাষ্য অনুযায়ী, আরব দেশগুলোতে ঈদুল ফিতর হবে ২০ মার্চ, শুক্রবার (শাওয়াল মাসের প্রথম দিন)।
আগামী বছর মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে রমজানের শুরুর কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা রাখতে হবে। রমজান মাস যত শেষের দিকে যাবে, এই সময় তত বাড়তে থাকবে এবং পর্যায়ক্রমে তা বেড়ে ১৩ ঘণ্টা হবে।
আল-আরাবিয়া জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। তবে, সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা তাদের নিজস্ব 'উম আল-কুরা কেলেন্ডার' অনুযায়ী রমজান ও ঈদের ঘোষণা দিয়ে থাকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC