"নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার" এই স্লোগানকে সামনে রেখে ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও কল্যাণকর রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্য্যালয়ের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক মুক্ত আড্ডায় মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।
এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ এর পরিচালনায় আড্ডার সূচনা বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। আলোচনা সভার সমাপনী বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। সভায় আগামীদিনের কল্যাণকর রাষ্ট্র বিষয়ে মুক্ত আলোচনা করা হয়।
এসময় কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা, শিক্ষা কর্মকর্তা মুহম্মদ শহীদুল করিম, অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন, অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপসহকারি প্রকৌশলী মোঃ জাহিদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, থানার সাব ইন্সপেক্টর (এসআই) শান্তনু দেবনাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আশরাফুল ইথারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মুক্ত আড্ডায় অংশগ্রহন করেন। সবশেষে জুলাই বিপ্লবে অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC