দেশের অন্যতম তারুণ্য নির্ভর সৃজনশীল সংগঠন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজন করা হয়েছে গল্প প্রতিযোগিতা। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতা শুরু হয়েছে গত ২৭ নভেম্বর থেকে। আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীরা মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প জমা দিতে পারবে শর্ত মেনে।
গল্প লেখা প্রতিযোগিতায় দুই বিভাগে অংশ নিতে পারবে সারাদেশের শিক্ষার্থীরা। ক-বিভাগে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা আর খ-বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শনিবার (৩০ নভেম্বর) দপ্তর সম্পাদক সফিউল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিযোগিতার জন্য অবশ্যই মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বরচিত, অপ্রকাশিত গল্প হতে হবে। অনূর্ধ্ব ৮০০ শব্দের গল্পটির শুরুতে #BTCLF_NU_Branch_Story_2024 হ্যাশট্যাগ ব্যবহার করে এবং শেষে নিজের নাম, ঠিকানা উল্লেখ করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক গ্রুপে পোস্ট করতে হবে। এবং পোস্টটি নিজের প্রোফাইলে শেয়ার করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রতিযোগিতা শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। উভয় বিভাগ থেকে নির্বাচিত তিনজন করে বিজয়ীদের বই ও সনদপত্র প্রদান করা হবে। পাশাপাশি নির্বাচিত লেখাসমূহ জাতীয় দৈনিকে প্রচার করা হবে আয়োজকদের পক্ষ থেকে। এছাড়া বিস্তারিত জানা যাবে শাখার ফেসবুক পেজে।
এই প্রতিযোগিতা নতুন লেখকদের আত্মপ্রকাশের সুযোগ করে দেবে এবং তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ করবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC