জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নকল বা যেকোনো ধরনের জালিয়াতিতে জড়িত পরীক্ষার্থীদের জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত পরীক্ষায় নিষেধাজ্ঞা জারির ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে পরীক্ষা কেন্দ্র এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও।
গতকাল শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রগুলোতে দায়িত্বে অবহেলা, ইনভিজিলেটরদের অসতর্কতা, এবং প্রশ্ন ও উত্তরপত্র ব্যবস্থাপনায় বেশ কিছু অনিয়ম লক্ষ্য করা গেছে। এই কারণে পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে একাধিক কঠোর নির্দেশনা জারি করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার সময় দূষণীয় কাগজপত্র ব্যবহার, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকল করা, প্রশ্ন বা উত্তরপত্র বিনিময়, রোল নম্বর পালটানো কিংবা পরীক্ষা কক্ষের ভেতরে বা বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষার ফল বাতিল করা হবে এবং তাকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণে নিষিদ্ধ করা হতে পারে।
বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ‘পরীক্ষা শৃঙ্খলাবিধি’ অনুযায়ী, অপরাধের মাত্রা বিবেচনা করে পাঁচটি স্তরে শাস্তির বিধান রাখা হয়েছে। সাধারণ নকল বা অননুমোদিত কাগজপত্র ব্যবহার করলে সেই বছরের পরীক্ষা বাতিল হওয়ার পাশাপাশি পরবর্তী এক বছর পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। অন্যদিকে, জাল পরিচয় ব্যবহার, উত্তরপত্র পাচার, কিংবা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ বা শারীরিক আক্রমণের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্ট শিক্ষার্থী পরবর্তী চার বছর পর্যন্ত পরীক্ষার সুযোগ হারাবে।
শুধু পরীক্ষার্থীরাই নয়, ইনভিজিলেটরদের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC