৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং অলিম্পিয়াড উদযাপন উপলক্ষ্যে "বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ক্লাবের আয়োজনে দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।
শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মমিনুল হক ভূইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম।
অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা আক্তারের পরিচালনায় বিজ্ঞান মেলায় উপস্থিত ছিলেন শিদলাই আমীর হোসেন জাবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর, চান্দলা করিম বক্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, শিদলাই দরবার শরীফের পীর মাওলানা রুহুল আমিন, প্রধান শিক্ষক পর্যায়ক্রমে মো: গিয়াস উদ্দিন, মো: নুরুল ইসলাম, আবদুল আজিজ প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী মোট ২০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।
সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মেলা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC