বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করায় জাতীয় পার্টির বক্তব্য প্রত্যাখ্যানের দাবিতে মানববন্ধন করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় তারা 'যার নাই মেরুদণ্ড সে আবার দেখায় দম্ভ','হাসিনার দোসরেরা হুশিয়ার সাবধান', 'আমার ভাইদের রক্ত বৃথা যেতে দিব না' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, রংপুরের সাবেক যে মেয়র মোস্তাফিজুর রহমান আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসানাত আব্দুল্লাহকে নিয়ে যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত সম্ভব তারা যদি এই বক্তব্য প্রত্যাহার না করে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুরের শিক্ষার্থীরা এর কঠোর জবাব দিবে। দিনের পর দিন রংপুরে মানুষের সরলতা কাজে লাগিয়ে তারা যে ফ্যাসিজমের সাম্রাজ্য গড়ে তুলেছিল তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তুলি মেরে উড়িয়ে দেবে। এ রংপুর ছাত্র আন্দোলনের যে মহানায়ক আবু সাঈদের শহর। এ শহরে কোন ফ্যাসিস্টদের শহর নয়। এখানে কোন দোসরদের ঠাঁই নেই।
আরেক শিক্ষার্থী ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আশিকুর রহমান বলেন, রংপুর কারো একার সম্পত্তি নয়। জাতীয় পার্টি যে বক্তব্য দিয়েছে, তা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেকোনো প্রোগ্রাম বন্ধ করার পূর্বাভাস। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় পার্টিকে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি তারা যেন অবিলম্বে তাদের উস্কানিমূলক ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে। যদি জাতীয় পার্টি এই বক্তব্য প্রত্যাহার না করে।তবে আমরা কঠিন থেকে কঠিনতম আন্দোলনের ডাক দিতে বাধ্য হব।
এর আগে, সোমবার রাতে রংপুর নগরের সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC