সোমবার ১ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাইজিং ডেস্ক

Rising Cumilla - Army, Navy, and Air Force to be deployed in national elections- Home Affairs Advisor
জাতীয় নির্বাচনে মোতায়েন থাকবে সেনা, নৌ ও বিমান বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা/সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সেনাবাহিনী পাশাপাশি নৌ–বাহিনী ও বিমান বাহিনীকেও কাজে লাগানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিলেটের আলোচিত সাদা পাথর লুট সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুদক একটি সরকারি সংস্থা। তাদের প্রতিবেদনটি যাচাই করা হচ্ছে। যদি প্রতিবেদনের সত্যতা পাওয়া যায়, তাহলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

এছাড়াও, তিনি ছাত্রনেতা নুরুল হক নুরের উপর হামলার ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে বলেন, ‘তিনি একজন জাতীয় নেতা। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’

সাংবাদিকদের সাথে কথা বলার আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন।

এই সভায় বাংলাদেশ সেনাবাহিনী, সিলেট বিভাগের সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপার, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন