
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর জন্য নির্বাচনি প্রশিক্ষণ কার্যক্রম পুরোদমে চলমান রয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৪৮ হাজার ১৩৪ জন সদস্যকে নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, পুলিশের প্রায় দেড় লাখ সদস্য আগামী সংসদ নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কর্মকাণ্ড জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিরীক্ষিত হবে। এই নির্বাচনি প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো— প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেক পুলিশ সদস্যকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলা।
প্রসঙ্গত, প্রশিক্ষণ কার্যক্রমটি গত ৭ সেপ্টেম্বর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। এই প্রশিক্ষণ আগামী মধ্য জানুয়ারি পর্যন্ত চলবে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনকে ঘিরে পুলিশ সদস্যদের এ ধরনের প্রশিক্ষণ আয়োজন এবারই প্রথম।
এই বৃহত্তর প্রশিক্ষণের ওপর এর আগে গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনিং অব ট্রেইনার্স কোর্স অনুষ্ঠিত হয়েছিল।
বর্তমানে চলমান নির্বাচনি প্রশিক্ষণ নিবিড় তদারকির মাধ্যমে পরিচালনার জন্য আইজিপি বাংলাদেশ পুলিশ সকল ইউনিট প্রধানকে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। পুলিশ সদর দফতর থেকে প্রশিক্ষণ কার্যক্রম যথাযথভাবে মনিটর করা হচ্ছে।
প্রশিক্ষণ কার্যক্রমের মান এবং মাঠ পর্যায়ের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শনের জন্য আইজিপি গত রোববার রাজশাহী ও বগুড়া সফর করেন। সেখানে তিনি নির্বাচনি প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC