মার্চ ৯, ২০২৫

রবিবার ৯ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব নিয়ে যা বললেন বিএনপি নেত্রী

Nilufar Chowdhury Moni
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্যদের আর ছাত্র বলার অপশন নেই বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী নিলোফার চৌধুরী মনি।

গতকাল শনিবার (১ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শোতে এ কথা বলেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এই সংসদ সদস্য।

নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ওরা ছাত্র ছিলো। এখন থেকে আর ছাত্র বলবো না আমরা। ওরা যেটাই করুক না কেন এখন আর ছাত্র বলার অপশন নেই। পলিটিক্যাল কাউন্টার বলা যেতে পারে।’

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের খরচ কোথা থেকে এলো সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি। মনি বলেছেন, ‘আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো? তাদের ব্যবসা-বাণিজ্য নাই, বাবার ঘরে খেতো, চলতো, পড়তো, ঘুমাতো। ম্যাক্সিমামই তাই। কেউ কেউ হয়তো ছোটখাট টিউশন করতো। আমাদের যারা ছাত্র রাজনীতি করে তাদের ফাদার সংগঠন আছে। তারা চাইলে দেখাতে পারে যে তারা কোথা থেকে অর্থ নিয়েছে। কত টাকা খরচ হয়েছে। তাদেরও খরচ হয়েছে। জনপ্রতি টাকা পেয়েছে। গাড়ি দিয়ে বাইরের জেলা থেকে মানুষ আনতে হয়েছে। এই অর্থটা তারা কোথা থেকে পেলো?’

বিএনপি নেত্রী আরও বলেন, ‘স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিএনপির সাথে পাল্লা দিয়ে চলার অবস্থা আর নেই।’