এপ্রিল ৩০, ২০২৫

বুধবার ৩০ এপ্রিল, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক টিম অনুমোদন

Rising Cumilla - National Citizen Party - NCP

আসন্ন জেলা কমিটি গঠনের লক্ষ্যে দক্ষিণাঞ্চলে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ গত মঙ্গলবার (২৯ এপ্রিল) দক্ষিণাঞ্চলের জন্য সাংগঠনিক টিমের অনুমোদন দিয়েছেন।

এই কমিটি মূলত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার কমিটি পুনর্গঠন ও নতুন করে ঢেলে সাজানোর গুরুদায়িত্ব পালন করবে বলে জানা গেছে।

অনুমোদিত সাংগঠনিক টিমের আওতাভুক্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, নারায়ণগঞ্জ এবং ঢাকা দক্ষিণের মহানগর ও জেলা।

কুমিল্লা অঞ্চলের সাংগঠনিক কার্যক্রমকে গতি দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই অঞ্চলের অধীনে থাকা কুমিল্লা জেলা, চাঁদপুর জেলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কমিটি প্রস্তাবনার তত্ত্বাবধায়কের দায়িত্ব পেয়েছেন নাভিদ নওরোজ শাহ্।

এছাড়াও, এই অঞ্চলের সংগঠকের দায়িত্বপ্রাপ্তরা হলেন ডা. আশরাফুল ইসলাম সুমন, আরিফুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাহমুদ জিহান।

কুমিল্লা জেলা টিমের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদীন শিশির, রিফাত রশিদ, এডভোকেট তারিকুল ইসলাম, হাফসার জাহান ও সালাউদ্দিন জামিল সৌরভ।

চাঁদপুর জেলা টিমে মোঃ মিরাজ মিয়া, মোহাম্মদ মাহবুব আলম ও সাইফুল ইসলামকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা টিমের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফউদ্দিন মাহাদী ও মোঃ আতাউল্লাহ।

কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অঞ্চল তত্ত্বাবধায়ক ও সংগঠকদের আগামী ৩০ দিনের মধ্যে জেলা কমিটির প্রস্তাবনা তৈরি করে জমা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন