মার্চ ৩১, ২০২৫

সোমবার ৩১ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে স্থান পেল ২০ নারী

20 women get place in Jatiya Nagorik Party's convening committee
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর এই আংশিক কমিটিতে মোট ২০ জন নারী স্থান পেয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে। সেখানে আংশিক অর্গানোগ্রাম ঘোষণা করেন দলের সদস্য সচিব আখতার হোসেন।

নতুন এই রাজনৈতিক দলে স্থান পাওয়া নারীরা হলেন— সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, তাসনুভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নুর, সাগুফতা বুশরা মিশমা, যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ডা. মাহমুদা মিতু, সংগঠক (দক্ষিণাঞ্চল) অ্যাডভোকেট মনজিলা ঝুমা, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা, সংগঠক (উত্তরাঞ্চল) অ্যাডভোকেট শিরিন আকতার শেলী, দ্যুতি অরন্য চৌধুরী, যুগ্ম মুখ্য সমন্বায়ক দিলশানা পারুল।

এছাড়া সদস্য হিসেবে আছেন— জারতাজ পারভিন (জুলাই আন্দোলনে শহীদ শাফিক উদ্দিন আহমেদ আহনাফের মা), শ্যামলী সুলতানা জেদনী, তানহা শান্তা, নাহিদা বুশরা এবং নীলা আফরোজ।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে এক সমাবেশের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। আত্মপ্রকাশকালে সমাবেশে উপস্থিত ছিলেন- বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের হাইকমিশনারসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিরা।

এছাড়া দলটির আহ্বায়ক পদে আছেন জুলাই অভ্যুত্থানে প্রধান সমন্বয়কারী নাহিদ ইসলাম।

সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চলের) হাসনাত আব্দুল্লাহ এবং প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী।