সেপ্টেম্বর ১৭, ২০২৪

মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর, ২০২৪

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হলো বাংলাদেশ

RisingCumilla.Com - United Nations-Bangladesh
ছবি: সংগৃহীত

জাতিসংঘের গুমবিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই সনদে স্বাক্ষর করেন।

প্রধান উপদেষ্টা বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। গুমের শিকারদের জন্য আন্তর্জাতিক দিবসের একদিন আগে আমরা এই সনদে স্বাক্ষর করেছি।

গুমবিরোধী আন্তর্জাতিক সনদের লক্ষ্য গুম বন্ধের পাশাপাশি এই অপরাধের জন্য দায়মুক্তি বন্ধ করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া। বাংলাদেশসহ এখন পর্যন্ত বিশ্বের ৭৬টি দেশ এই সনদে যুক্ত হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে হওয়া গুমের ঘটনা তদন্তে এ সপ্তাহের শুরুতে একটি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।