জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ক্যাম্পাসে নিরাপত্তা পরিস্থিতি জোরদারের লক্ষ্যে ৩ মে থেকে অনির্দিষ্টকালের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে।
নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জাকসু নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এছাড়াও, বহিরাগতদের অনুপ্রবেশ এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ রোধ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়েছে।
সে উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে শনিবার ৩ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দিয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সহ সকলকে নিজ নিজ পরিচয়পত্র সাথে বহন করার জন্য বিশেষ অনুরোধ করা হয় বিজ্ঞপ্তির মাধ্যমে।
জাকসু নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলো নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। নির্বাচনী দায়িত্ব পালন করবেন শিক্ষক সহ, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা।
এছাড়াও, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ক্যাম্পাসে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে। তবে কিছু সংগঠনের পক্ষ থেকে নির্বাচনী প্রক্রিয়াকে সর্বোচ্চ গ্রহণযোগ্য করতে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ছাত্র রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এটি শুধুমাত্র ছাত্র প্রতিনিধি নির্বাচনের মাধ্যমই নয়, বরং ভবিষ্যতের জাতীয় নেতৃত্ব গঠনেরও একটি বিশেষ ধাপ হিসেবে বিবেচিত হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্ত নির্বাচনী সহিংসতা রোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকল ছাত্রসংগঠন ও শিক্ষার্থীদের সহযোগিতায় অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা যায়।
উল্লেখ্য যে, সবকিছু ঠিক থাকলে প্রায় ৩২ বছরেরও বেশি সময় পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, প্রস্তুতি ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথম থেকেই নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ পরিমাণ পদক্ষেপ নিয়েছে, যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC