পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) চেয়ারম্যান জাকির আহমেদ খান বলেছেন, জলবায়ু নিয়ে সাংবাদিকদের আরও ইনডেপথ নিউজ করতে হবে।
আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পিকেএসএফ চেয়ারম্যান বলেন, বাংলাদেশ বিশ্বের একটি অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। জলবায়ু নিয়ে বিস্তারিত সংবাদ প্রকাশ হলে আন্তর্জাতিকভাবে ক্ষতিপূরণ প্রাপ্তিতে দাবি প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের।
জাকির আহমেদ খান বলেন, পিকেএসএফ বর্তমানে দেশের ২ কোটিরও বেশি স্বল্পআয়ের পরিবারের সঙ্গে কাজ করছে।
তিনি বলেন, সাংবাদিকদের জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলায় অর্থ সংস্থান সম্পর্কে অধিকতর দক্ষ করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের দক্ষতার সঙ্গে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রতিবেদন প্রণয়ন করতে হবে।
বাংলাদেশের মানুষের জন্য ক্লাইমেট জাস্টিস বা জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের আরো উদ্যমী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের শীর্ষ গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর ৬০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC