জয়া আহসান অভিনীত 'পেয়ারার সুবাস' এবং বিদ্যা সিনহা মিম অভিনীত 'দামাল' সিনেমা দুটি গতকাল থেকে ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ হয়েছে।
'পেয়ারার সুবাস' সিনেমাটি চরকিতে দেখা যাচ্ছে। নুরুল আলম আতিক পরিচালিত এ সিনেমাটি কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল। প্রিমিয়ারে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিনেমাটির অভিনেতা আহমেদ রুবেল। প্রেক্ষাগৃহে তেমন সুবিধা করতে না পারলেও এবার ওটিটিতে মুক্তি পেয়েছে। সিনেমাটি উৎসর্গ করা হয়েছে আহমেদ রুবেলকে।
অন্যদিকে, 'দামাল' সিনেমাটি টফিতে দেখা যাচ্ছে। ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এ সিনেমাটি মুক্তিযুদ্ধ চলাকালীন গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প। শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ ও ইন্তেখাব দিনার অভিনীত এ সিনেমাটি মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC