বুধবার ৮ অক্টোবর, ২০২৫

জমির বিরোধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

সঞ্জয় শীল, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

জমির বিরোধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন/ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর ইউনিয়নের সদস্য হাজী মোহাম্মদ লিটন জমির বিরোধ নিয়ে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও অপপ্রচার করে সংবাদ প্রকাশের জেরে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি সংবাদটিকে মিথ্যা ও বানোয়াট দাবি করে তিনি প্রতিবাদ জানান ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করেন।

সংবাদ সম্মেলনে ইউপি সদস্য হাজী মোহাম্মদ লিটন লিখত ও মৌখিক বক্তব্যে জানান, স্থানিয় শামসু মিয়া তার ক্রয়কৃত সম্পত্তিকে নিজের বলে দাবি করেন। আদতে শামসু মিয়া এ জমির মালিক নন।

তিনি এও দাবি করেন, জাতীয় দৈনিকে যেভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তার মালিকানা জমিতে ভবন নির্মান করতে গেলে এ বিপত্তি ঘটে। ভবন নির্মানের ঠিকাদারকে কাজ না করতে কয়েকবার হুমকি প্রদান করে।

সংবাদ সম্মেলন থেকে জানা যায়, স্থানিয় প্রভাব খাটিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইউপি সদস্য মোহাম্মদ লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে ও গত ২৫ মার্চ ২০২৫ তারিখে মাজার ভাঙ্গার মামলায় তাকে আসামি করা হয়েছে। তিনি এতে স্থানিয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

আরও পড়ুন