সাধারণত বকের দুটি পা থাকলেও কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিলেছে চারটি পা-ওয়ালা এক বিরল কানি বকের। এই অদ্ভুত বকটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন শত শত উৎসুক জনতা। বকটির দুটি পা স্বাভাবিক থাকলেও অন্য দুটি পা আকারে কিছুটা ছোট।
উপজেলার বালাটারি গ্রামের বাসিন্দা এবং হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ গত বুধবার এই বিরল বকটিকে একটি পুকুর পাড় থেকে ধরেন। তিনি প্রতিদিনের মতো গ্রামে গ্রামে ফেরি করে বাড়ি ফিরছিলেন। হঠাৎই তার চোখে পড়ে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা এই অদ্ভুত বকটি। কাছে গিয়ে তিনি দেখেন, বকটির দুটি নয়, চারটি পা। তিনি কৌশলে বকটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন এবং খাঁচায় বন্দি করে রাখেন।
আব্দুর রশিদ জানান, তিনি প্রথমে বকটিকে দেখে অবাক হয়ে যান। তার খুব আগ্রহ হয় এবং তিনি বকটি ধরে নিজের কাছে রাখেন। এখন তিনি বাজার থেকে মাছ কিনে এনে বকটিকে খাওয়াচ্ছেন এবং তার যত্ন নিচ্ছেন।
স্থানীয়রা জানান, তারা জীবনে অনেক বক দেখেছেন, কিন্তু চার পা-ওয়ালা বক কখনও দেখেননি। তারা এই ঘটনাকে আল্লাহর ইচ্ছা হিসেবেই দেখছেন।
ফুলবাড়ী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, এটি একটি দেশি প্রজাতির বক, যা স্থানীয়ভাবে কানি বক হিসেবে পরিচিত। জন্মগত ত্রুটির কারণে এই বকটির এমন অবস্থা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC