বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

জনসম্পৃক্তহীন যারা তাঁরাই পিআর পদ্ধতি চায়: এলডিপি মহাসচিব

ওসমান গনি, চান্দিনা প্রতিনিধি

Rising Cumilla - Only those who are not involved in public affairs want PR methods-LDP Secretary General
জনসম্পৃক্তহীন যারা তাঁরাই পিআর পদ্ধতি চায়: এলডিপি মহাসচিব/ছবি: প্রতিনিধি

জনগণের সঙ্গে যেসব রাজনৈতিক দলের সম্পর্ক নেই, সে সব জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ।

সোমবার (১ সেপ্টেম্বর) কুমিল্লার চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদরাসা মাঠে মাধাইয়া ইউনিয়ন এলডিপির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রেদোয়ান আহমেদ বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না।

আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতিতে নির্বাচনের ফলে ১০ বছরে ছয়বার সরকার বদল হয়েছে। নির্বাচনকে বিলম্বিত করতেই এসব দাবি তৈরি করা হচ্ছে, যা অযৌক্তিক। এসব বাদ নিয়ে সদ্যঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানাই।’

অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন এলডিপির সভাপতি সামাদ আড়তদারের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা এলডিপির সভাপতি এ কে এম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম ও রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন প্রমুখ।

 

আরও পড়ুন