জনগণ দেশে সৎ লোকের শাসন চায়। ফ্যাসিস্টকে বিদায় করলেও এখনও দেশে ষড়যন্ত্র চলছে। একটি গোষ্ঠী দেশকে এগিয়ে যেতে বাধাগ্রস্ত করছে। তবে সংস্কারের পর একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন চায় জনগণ। জামায়াতে ইসলামী দেশে আল্লাহর আইন কায়েম করতে কাজ করছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় কেন্দ্র ঘোষিত গনসংযোগপক্ষ উপলক্ষে চান্দলা বাজারে গনসংযোগকালে কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। এতে জনগণ সাড়া দিবে।
এসময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মতিন, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি মাওলানা আনিছুর রহমান, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, চান্দলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলামসহ জামায়াতে ইসলামী অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC