চলতি মাসের ১৬ তারিখ (সেপ্টেম্বর) ছেলের জন্ম দিয়েছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ। চক্রবর্তী পরিবারে এখন খুশির মেলা। বাবা হয়েছেন সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তী।
গৌরব-ঋদ্ধিমা ছেলের নাম রেখেছেন ধীর।ইনস্টাগ্রাম পোস্টে তিনি লিখেছেন, আমাদের পৃথিবীতে এক নতুন আলো এসেছে। আমাদের ছেলে। ওর জীবনের যাত্রা যেন আনন্দে ভরে ওঠে। জীবনে যেন অনেক বড় হয় এবং নিজের জীবনের একটা সুন্দর গল্প লিখতে পারে। তোমায় খুব ভালোবাসি ধীর।
কয়েক দিন আগেও ঘটা করে সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিল চক্রবর্তী এবং ঘোষ পরিবার। এক মুহূর্তের জন্যও ঋদ্ধিমাকে মায়ের অভাব বুঝতে দেননি সবাই। বাবা এবং শ্বশুর মিলে আয়োজন করেছিলেন এই বিশেষ দিনটার।
গৌরব বলেন, আমরা খুবই উত্তেজিত এখন। প্রতিটা মুহূর্ত উপভোগ করার চেষ্টা করছি। ঋদ্ধিমাকে সাহায্য করার চেষ্টা করছি প্রতিটি ক্ষেত্রে।এখন সকলে অপেক্ষা আছেন গৌরব ও ঋদ্ধিমার সন্তানকে এক ঝলক দেখার।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC