২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের সঙ্গে মাহির বিবাহ হয়। এরপর ২০২২ সালের সেপ্টেম্বরে সকলে জানায় মা হতে চলছেন এই অভিনেত্রী।
গত ২৮ মার্চ রাতে ছেলেসন্তান জন্ম দেন অভিনেত্রী। নাম রাখেন মো. মোসাইব আরোশ সামসুদ্দিন ফারিশ সরকার।দেখতে দেখতে আড়াই মাস হয়ে গেলো। সকলে অপেক্ষা ছিলেন মাহির ছেলেকে দেখার জন্য। অবশেষে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা।
বুধবার (১৪ জুন) রাতে মাহি তার ফেসবুক অ্যাকাউন্টে ছেলের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করেন। যার ক্যাপশনে তিনি লেখেন, ‘মাশাআল্লাহ, আমার কলিজাটা।’ ছেলের সঙ্গে মায়ের এই ছবি প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে। পাশাপাশি বেশ কিছু নেতিবাচক মন্তব্যও নজরে আসে।
একজন লিখেছেন, ‘আপনার স্বামীর ছেলেই তো ফারিশ?’ আবার আরেকজন লিখেছেন, ‘আপনারা নিজেরা এত ফর্সা, আপনার ছেলে এত কালো কেন?’ যদিও এসব মন্তব্যের জবাব দেননি নায়িকা। আপাতত ছেলেকে নিয়েই ব্যস্ত আছেন মাহি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC