বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রথম কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla -The first staff meeting of the Comilla Metropolitan Branch of the Student Unity Council was held
ছাত্র ঐক্য পরিষদ কুমিল্লা মহানগর শাখার প্রথম কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার প্রথম কর্মী ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (২৯ আগস্ট) কান্দিরপাড়ের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই কর্মী ও বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্রী সজীব সরকার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শ্রী দীপঙ্কর চন্দ্র শীল।

সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী সুশান্ত মহন্ত, বাংলাদেশ সংখ্যালঘু অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিঠুন ভট্টাচার্য্য, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শ্যামল কুমার কুন্ডু, এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি শ্রী চন্দন রায় ও সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার বক্সী।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক শ্রী কমল চন্দ খোকন, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কুমিল্লা জেলা শাখার সভাপতি শ্রী লিটন পাল, এবং কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক শ্রী শ্যামল চন্দ্র দে।

সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক শ্রী রুমিত রবিদাস।

শেষ অধিবেশনের সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্রী শোভন কুমার দে উল্লাস।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিট ও কলেজ কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পুরো অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের কুমিল্লা মহানগর শাখার সদস্য সচিব শ্রী প্রান্ত মজুমদার।

আরও পড়ুন