ছাগল পালন করে স্বাবলম্বী হতে চান? আপনার জন্য সুখবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ২০২৫-২৬ অর্থবছরের জন্য ঘোষিত কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ছাগল পালনের জন্য বিশেষ ঋণের সুযোগ রাখা হয়েছে। একজন কৃষক বা খামারি সর্বোচ্চ ৫০টি ছাগলের খামার করার জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার সুদের হার হবে মাত্র ৪ শতাংশ।
মঙ্গলবার (১৩ আগস্ট, ২০২৫) এই নতুন নীতিমালা ঘোষণা করা হয়েছে। এতে স্পষ্ট করে বলা হয়েছে যে, ৫০টি ছাগল পালনের জন্য খামার স্থাপন, অর্থাৎ ঘর তৈরি বাবদ প্রয়োজনীয় ব্যয় কৃষি ঋণ হিসেবে গণ্য হবে।
তবে যদি কেউ ৫০টির বেশি ছাগল নিয়ে বড় পরিসরে বা বাণিজ্যিকভাবে খামার করতে চান, তবে সেটির অবকাঠামোগত ব্যয় এই কৃষি ঋণের আওতায় আসবে না।
কারা পাবেন এই ঋণ?
নীতিমালা অনুযায়ী, ঋণ পাওয়ার ক্ষেত্রে নারী এবং প্রান্তিক খামারিরা অগ্রাধিকার পাবেন। ব্যাংক শাখাগুলোকে এই খাতে দেওয়া ঋণের সব তথ্য সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ ব্যাংককে তা জানাতে হবে।
২০২৫-২৬ অর্থবছরে কৃষিঋণ বিতরণের জন্য বাংলাদেশ ব্যাংক মোট ৩৯ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। গত অর্থবছরে এই লক্ষ্যমাত্রা ছিল ৩৮ হাজার কোটি টাকা।
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতিতে কৃষি খাতের অবদান অনেক বেশি। উচ্চ ফলনশীল জাতের ফসল ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন গত পাঁচ দশকে প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, ছাগল পালনের মতো লাভজনক খাতে ঋণ সুবিধা বাড়ানোর এই উদ্যোগ কৃষি অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC