
ব্যাংকিং খাতে কর্মসংস্থান কমছে! চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকগুলোতে প্রায় এক হাজার কর্মী চাকরি হারিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে মোট ৯৭৮ জন কর্মী কমেছে, যার মধ্যে নারী কর্মীর সংখ্যাই বেশি।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ব্যাংক খাতে মোট কর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৬৭ জন, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় ৯৭৮ জন কম। গত ডিসেম্বরে এই সংখ্যা ছিল ২ লাখ ১৪ হাজার ২৪৫ জন।
এই সময়ে নারী কর্মসংস্থানে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। জুন শেষে ব্যাংক খাতে কর্মরত নারী কর্মীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৭৮২ জনে, যা মোট কর্মীর মাত্র ১৬.৭৮ শতাংশ। ছয় মাস আগেও এই সংখ্যা ছিল ৩৭ হাজার ৬৪৯ জন বা ১৭.৫৭ শতাংশ। অর্থাৎ, এই সময়ে নারী কর্মী কমেছে ১ হাজার ৮৬৭ জন। অন্যদিকে, একই সময়ে পুরুষ কর্মী বেড়েছে ৮৮৯ জন।
বেসরকারি ব্যাংকগুলোতে নারী কর্মী কমার প্রবণতা সবচেয়ে বেশি। সেখানে গত ডিসেম্বরের তুলনায় ২ হাজার ১৪ জন নারী কর্মী কমেছে। বর্তমানে বেসরকারি ব্যাংকে নারী কর্মীর সংখ্যা ২৪ হাজার ৫০ জন। তবে, রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকে ৮৩ জন, বিশেষায়িত ব্যাংকে ৬০ জন এবং বিদেশি ব্যাংকে ৪ জন নারী কর্মী বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সূত্রের ভাষ্য, 'পূর্ববর্তী সরকারের সময়ে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা বা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অনেককে ব্যাংকে চাকরি দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাদের মধ্যে অনেকে চাকরি হারিয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য অংশ নারী।'
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, যদিও সামগ্রিকভাবে ব্যাংক খাতে নারীর সংখ্যা কমেছে, তবে উচ্চ পর্যায়ের পদে তাদের অংশগ্রহণ কিছুটা বেড়েছে। জুন শেষে উচ্চ পর্যায়ের পদে নারীর উপস্থিতি ১০.২৫ শতাংশে পৌঁছেছে, যা গত ডিসেম্বরে ছিল ৯.৭৩ শতাংশ। তবে প্রারম্ভিক পর্যায়ের পদে নারী কর্মীর সংখ্যা কমেছে, যা ছয় মাস আগে ১৮.৮৭ শতাংশ থাকলেও এখন কমে ১৭.৬৬ শতাংশে দাঁড়িয়েছে।
এছাড়াও, পরিচালনা পর্ষদেও নারীর উপস্থিতি সামান্য কমেছে। গত ডিসেম্বরে যেখানে ১৩.৬১ শতাংশ নারী সদস্য ছিলেন, জুন শেষে তা নেমে ১২.৯৭ শতাংশে দাঁড়িয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC