দীর্ঘদিন ধরে বলিউডে চলছিল জল্পনা, অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) নিজেই স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ইনস্টাগ্রামে জানালেন অভিনেতা বরুণ ধাওয়ান।
বরুণের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে বসে বরুণ নাতাশার বেবি বাম্পে চুমু দিচ্ছেন। নাতাশার পোশাক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। ছবির ক্যাপশনে বরুণ লিখেছেন, "আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা এবং আশীর্বাদ চাই।"
বরুণের পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত থেকে সহকর্মীরা। সামান্থা রুথ প্রভু, মৌনি রায়, জাহ্নবী কাপুর, মালাইকা আরোরা, সোনাম কাপুর, অর্জুন কাপুর, কৃতি শ্যানন, শোভিতা ধুলিপালা, রোহান শ্রেষ্ঠা, ম্রুণাল ঠাকুর থেকে চিত্রাঙ্গদাসহ আরও অনেকে হবু মা-বাবাকে ভালোবাসায় ভাসিয়েছেন।
View this post on Instagram
উল্লেখ্য, ২০২১ সালে দীর্ঘ দিনের প্রেমিকা নাতাশা দালালাকে বিয়ে করেন বরুণ ধাওয়ান।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC