মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভুলবশত ভারতে ঢুকে পড়ার পর আটক হয়েছে দুই বাংলাদেশি কিশোর। শনিবার (২ আগস্ট) বিএসএফের টহল দল তাদের আটক করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হস্তক্ষেপে তাদের ফিরিয়ে আনা হয়।
ঘটনাটি ঘটে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায়, যা ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলার সীমান্তবর্তী। আটক হওয়া কিশোরেরা হলো কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সুবর্ণ শীল (১৬) ও প্রসেনজিৎ নাইডু (১৬)।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে এই দুই কিশোর একটি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে তারা ১৮৪৫ নম্বর সীমান্ত খুঁটি পেরিয়ে ভারতে প্রবেশ করে এবং মুঠোফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দলের নজরে পড়লে তারা কিশোরদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
কিশোরদের স্বজনরা বিষয়টি বিজিবিকে জানালে বিজিবির কর্মকর্তারা দ্রুত বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করেন। আলোচনার পর রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি কর্মকর্তা জাকারিয়া আরও জানান, আটকের পর বিএসএফ তাদের কোনো নির্যাতন বা মারধর করেনি। কিশোরেরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা ভুল করে সীমান্ত পেরিয়ে গিয়েছিল। হস্তান্তরের পর তাদের কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC