ঐশ্বরিয়া রাই বচ্চনকে কয়েক দিন আগেই ‘প্লাস্টিক বিউটি’-র মতো কটাক্ষ শুনতে হয়েছে। এবার নেট দুনিয়ায় অভিযোগ—ফটোশপ ব্যবহার করে রোগা হওয়ার চেষ্টা করেছেন তিনি। সামাজিক মাধ্যমে এ নিয়ে তুমুল কটাক্ষ চলছে ।
ঐশ্বরিয়া কয়েক দিন আগে প্যারিস ফ্যাশন উইকে সবাইকে তালক লাগিয়েছেন। শুক্রবার তাকে দেখা গেছে মুম্বইয়ের গেটওয়ে ওব ইন্ডিয়ার সামনে এক ইভেন্টে। সেখান থেকে কিছু ছবি তিনি শেয়ার করেছেন ইনস্টাগ্রামেও।
ওই দিনের অনুষ্ঠানে অভিষেক বচ্চন-পত্নী বেছে নিয়েছেন ডিপ নেকলাইনের লম্বা কালো গাউন। হাতের বর্ডারে ছিল সাদা সুতো দিয়ে ফুলের বুনোট।
একই সুতোর কাজ পোশাকের নীচের দিকেও। খোলা চুল, স্টেটমেন্ট ইয়াররিং এনেছিল সাজে এক অন্য মাত্রা।
তবে, এবার অন্তত প্রশংসার চেয়ে নিন্দা হলো বেশি। অভিনেত্রীর এই পোস্ট দেখে নেটপাড়ার একাংশের ধারণা ছবিগুলো এডিট করার সময় ফটোশপ এবং এয়ারব্রাশ করা হয়েছে। বিশেষ করে, রোগা বানানো হয়েছে তাকে। যা স্পষ্ট বোঝা যাচ্ছে।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে উপস্থিত হয়ে ‘বাড়তি ওজন’ নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় ঐশ্বরিয়া রাই বচ্চনকে। লরিয়াল প্যারিসের ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রানওয়ে মাতান তিনি। সোনালি রঙের কেপ গাউনে দেখা মেলে তার।
এবং অনেকেই ঐশ্বরিকে নিয়ে ট্রল করা শুরু করেন। নিজের চেহারা ধরে রাখতে ব্যর্থ, শরীরচর্চার অভাব স্পষ্ট-র মতো নানা ট্রল চলতে থাকে সামাজিক মাধ্যমে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC