বিশ্ব ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আসর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ আজ থেকে শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে স্বাগতিক এবং বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
আজ (বুধবার ১৯ ফেব্রুয়ারি) করাচির গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে দিন-রাতের এই রোমাঞ্চকর লড়াই।
এদিকে ম্যাচের আগে নিউজিল্যান্ড শিবিরে দুঃসংবাদ। দলের অন্যতম সেরা পেসার লকি ফার্গুসন ইনজুরির কারণে ছিটকে গেছেন আসর থেকে। তার জায়গায় নেওয়া হয়েছে কাইল জেমিসনকে।
সম্প্রতি এক সপ্তাহেরও কম সময় আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। এবার সেই পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়েই শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনা। দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট।
পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "গাদ্দাফি স্টেডিয়াম যেভাবে নতুনভাবে তৈরি হয়েছে, তা একটা রেকর্ড। সাম্প্রতিক সময়ে আমরা কঠিন সময় পার করেছি, কিন্তু আল্লাহ আমাদের পাশে ছিল।"
তিনি আরও যোগ করেন, “আমরা সবসময় শিখতে প্রস্তুত। ত্রিদেশীয় সিরিজ থেকেও শিক্ষা নিয়েছি। এবার ভুল করতে চাই না।”
পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির ঐতিহ্য:
পাকিস্তানের রয়েছে দীর্ঘদিন ধরে শিরোপা ধরে রাখার অভিজ্ঞতা। ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সরফরাজ আহমেদের দল। এবার দলটির নেতৃত্বে রিজওয়ান। নিজেদের মাঠে দুইটি গ্রুপ ম্যাচ খেলবে স্বাগতিকরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন হারিস রউফ।
অন্যদিকে, লকি ফার্গুসনের অনুপস্থিতি নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। তবে ব্ল্যাকক্যাপসরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
নিউজিল্যান্ডের টম ল্যাথাম বলেন, "পাকিস্তানের সঙ্গে আমাদের অনেক ভালো ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। দর্শকরা পাকিস্তানের পক্ষে থাকবে, কিন্তু আমরা সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।"
নিউজিল্যান্ডের আইসিসি আসরে ধারাবাহিকতা:
নিউজিল্যান্ড বরাবরই আইসিসি আসরে ২০০৭ সাল থেকে প্রতিটি ওয়ানডে বিশ্বকাপে অন্তত সেমিফাইনালে পৌঁছেছে তারা। জিতেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাও।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC