
রাইজিং ডেস্ক

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎসাহিত করতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সব ইউনিয়নে একযোগে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর ২০২৫) ‘২০২৫–২৬ অর্থ বছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের অর্থায়নে রবি/২০২৫–২৬ মৌসুমে অনাবাদী ও পতিত জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সরিষা বীজ ও সার বিতরণ প্রকল্প’ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
এ সময় উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ১,৫০০ কৃষকের মাঝে একযোগে এবং একই সময়ে ১ কেজি করে সরিষা বীজ ও তিন ধরণের মোট ১৫ কেজি রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়, যাতে প্রত্যেক কৃষক এক বিঘা বা প্রায় ৩৩ শতাংশ জমিতে সরিষা চাষ করতে পারেন।
এই প্রকল্প বাস্তবায়নে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশগণ সহায়তা করেন। পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব জুবায়ের আহমেদ।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ জামাল হোসেন।
উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও বলেন, “কৃষকদের মাঝে আজকের এই বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম চৌদ্দগ্রাম উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসলের বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।”
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC