ঈদের আনন্দ সমাজের সকল স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে ঈদের দ্বিতীয় দিন (০৮ জুন ২০২৫) ৮৮৭টি পরিবারের জন্য ১০টি গরু কুরবানির ব্যবস্থা করা হয়।
এই উদ্যোগকে আর্থিকভাবে সহযোগিতা করেন আন্তর্জাতিক মানবিক সংগঠন আল-খায়ের ফাউন্ডেশন। কুরবানির গোশত বিতরণ কার্যক্রমটি সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন স্ব-শরীরে উপস্থিত থেকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক প্রতিনিধি, সাংবাদিক ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে একযোগে গোশত বিতরণ করেন।
বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় স্বেচ্ছাসেবক দল, গ্রাম পুলিশ ও স্থানীয় সহযোগীদের, যাদের নিরলস প্রচেষ্টায় গোটা আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
এই উদ্যোগের মাধ্যমে কুরবানির সাম্যবোধকে জোরদার করার পাশাপাশি, যারা কুরবানী দিতে অক্ষম, তাদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নেয়ার এক অনন্য নজির স্থাপন করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC