রবিবার ২৪ আগস্ট, ২০২৫

চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে রোপণ হবে বৃক্ষ, ‘নেম প্লেট’সহ গাছের যত্নের দায়িত্ব তাদের কাছেই

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Tree plantation by students
শিক্ষার্থীদের বৃক্ষরোপণ/প্রতীকি ছবি/সংগৃহীত

বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন। এ সপ্তাহে উপজেলার ১৩টি ইউনিয়ন এবং পৌরসভায় মোট ১৫,০০০ চারা গাছ রোপণের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল আকর্ষণ হলো, এতে শিক্ষার্থীদের সরাসরি অংশগ্রহণ। 

চৌদ্দগ্রাম উপজেলা সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন এই বৃক্ষরোপণ কর্মসূচির একটি বিশেষ দিক হলো এর বাস্তবায়নের পদ্ধতি। ১৩টি ইউনিয়নের প্রতিটিতে ১,০০০টি করে মোট ১৩,০০০ চারা গাছ রোপণ করা হবে।

পাশাপাশি, পৌরসভা এলাকায় রোপণ করা হবে আরও ২,০০০ চারা। এই বিপুল সংখ্যক চারা গাছ রোপণের দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের।

Students will plant trees in Chauddagram, and they will be responsible for taking care of the trees, including the 'name plate'
চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে রোপণ হবে বৃক্ষ/ছবি: সংগৃহীত

সবচেয়ে অভিনব কাজটি হলো, রোপণকৃত প্রতিটি গাছের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামসহ একটি ‘নেম প্লেট’ সংযুক্ত থাকবে। এর ফলে গাছটি শুধু লাগানোই হবে না, বরং এর দেখভালের একটি ব্যক্তিগত দায়িত্বও তৈরি হবে। শিক্ষার্থীরা তাদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের সময় নিয়মিত এই গাছের পরিচর্যা করবে।

এতে করে গাছের সুরক্ষাও নিশ্চিত হবে এবং শিক্ষার্থীরা নিজেদের লাগানো গাছের প্রতি এক ধরনের মমত্ববোধ অনুভব করবে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’- এই প্রচলিত স্লোগান বাস্তবায়ন করতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের এই কাজ প্রশংসনীয় বলছে বিশেষজ্ঞরা।

আরও পড়ুন