এপ্রিল ১, ২০২৫

মঙ্গলবার ১ এপ্রিল, ২০২৫

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে শ্রমিক লীগ নেতা ও মাদক ব্যবসায়ী আটক

চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে শ্রমিক লীগ নেতা ও মাদক ব্যবসায়ী আটক
চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে শ্রমিক লীগ নেতা ও মাদক ব্যবসায়ী আটক/ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে যৌথ বাহিনীর অভিযানে পৌর শ্রমিক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ও চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মতিনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) মধ্যরাত আনুমানিক ১টার দিকে চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত তৌহিদুল ইসলাম চৌদ্দগ্রাম পৌরসভা শ্রমিক লীগের সভাপতি। অন্যদিকে, আব্দুল মতিন একই এলাকার বাসিন্দা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

অভিযানে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, আটক দুজনকে চৌদ্দগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।