
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের অংশ হিসেবে রবিবার (১৩ জুলাই) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে তাকে সহযোগিতা করে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম।
অভিযানকালে বাজারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফলের দোকান, ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স, মূল্যতালিকা ও ক্রয়-বিক্রয়ের ভাউচার যাচাই করা হয়।
এ সময় রুবেল ট্রেডার্স এবং জালাল অ্যান্ড ব্রাদার্স নামক দুটি দোকানে মূল্যতালিকা না থাকার পাশাপাশি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্রয়মূল্যের তুলনায় অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়া যায়। এছাড়া, বিএসটিআই অনুমোদনবিহীন ঘি বিক্রির বিষয়েও সতর্ক করা হয়।
সরকারের আদেশের পরও উক্ত দোকান দুটিতে উল্লেখযোগ্য পরিমাণ পলিথিনের ব্যবহার পরিলক্ষিত হয়, যা পরিবেশ সংরক্ষণ আইনের লঙ্ঘন। এজন্য রুবেল ট্রেডার্স ও জালাল অ্যান্ড ব্রাদার্সকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী মোট ১০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।
এছাড়া, গুণবতী বাজারের প্রধান সড়কে একটি পণ্যবাহী ট্রাক দীর্ঘ সময় দাঁড়িয়ে পণ্য আনলোড করায় যানবাহন চলাচল ও পথচারীদের মারাত্মক ভোগান্তিতে পড়তে হয়। এতে যানজটের সৃষ্টি হয় এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলেও প্রতিবন্ধকতা দেখা দেয়।
ট্রাকটির বৈধ লাইসেন্স এবং চালকের লাইসেন্স নবায়ন না থাকায় ট্রাক মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।