চৌদ্দগ্রামে ভেজাল ঘি, নকল ক্যাবল এবং পাটজাত মোড়ক ব্যবহারে অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান
বুধবার (০২ জুলাই) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিট পর্যন্ত চৌদ্দগ্রাম বাজার ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
আদালত পরিচালনায় বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক মো. মোস্তাক আহম্মেদ, পরিদর্শক আরিফ উদ্দিন প্রিয়, ফিল্ড অফিসার ইকবাল আহমেদ এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।
অভিযান চলাকালে চৌদ্দগ্রাম বাজারের পরিচয় ট্রেডার্স এবং সাহা এন্ড সন্স নামে দুইটি দোকানে বিএসটিআই অনুমোদনবিহীন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ঘি পাওয়া যায়।
উক্ত ঘিগুলোর কৌটায় মনগড়া উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ বসানো হয়েছিল। আগেও একাধিকবার সতর্ক করা হলেও তারা এই অনৈতিক কার্যক্রম অব্যাহত রেখেছিল।
একইসঙ্গে উক্ত প্রতিষ্ঠানদ্বয়ের গুদামে পাটজাত মোড়কের ব্যবহার না করে প্লাস্টিকজাত বস্তা ব্যবহার করা হচ্ছিল, যা “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০” এর সুস্পষ্ট লঙ্ঘন।
অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল চৌদ্দগ্রামের কমার্শিয়াল সেন্টারের মজুমদার ইলেকট্রনিকস নামক প্রতিষ্ঠানে। সেখানে নকল ক্যাবল বিক্রির প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি আসল ক্যাবলের দামে নকল ক্যাবল বিক্রি করছিল এবং কোন প্রকার বৈধ কাগজপত্র বা প্রমাণপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়।
এই অপরাধসমূহের প্রেক্ষিতে আদালত পরিচয় ট্রেডার্স ও সাহা এন্ড সন্স-কে মোট ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা জরিমানা করেন, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
একইভাবে মজুমদার ইলেকট্রনিকস-কে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়, অনাদায়ে তার বিরুদ্ধেও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। এছাড়াও ৩৮ কেজি ভেজাল ঘি জব্দ করে তা ধ্বংসের জন্য বিএসটিআই-কে নির্দেশ প্রদান করা হয়।
এই অভিযান এলাকাবাসীর মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করেছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রমে আরো দায়িত্বশীল হতে বাধ্য করেছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC