কুমিল্লার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠা অস্থায়ী দোকানগুলোতে বিদ্যুতের পার্শ্ব সংযোগ (সাইড লাইন) বন্ধে বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও পিডিবির যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখতে পান, অনেক দোকানদার ও ব্যবসায়ী ফুটপাত ও মহাসড়কে গড়ে উঠা দোকানগুলোতে নিজেদের দোকান থেকে বিদ্যুতের সাইড লাইন সরবরাহ করছেন। এমনকি কিছু দোকান মালিক নিজের দোকানের সামনের ফুটপাত ভাড়া দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন।
এসব অনিয়ম বন্ধে জনদুর্ভোগ হ্রাস ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইউএনওর নেতৃত্বে পিডিবি (ওয়াপদা) এর সহায়তায় অভিযান চালিয়ে চারজন দোকানদারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উল্লেখ্য, ফুটপাত দখল ও বিদ্যুতের অবৈধ সংযোগের কারণে চৌদ্দগ্রাম বাজারের মহাসড়কে তীব্র যানজট ও সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।
প্রশাসন জানিয়েছে, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং যারা ফুটপাত দখল করে দোকান ভাড়া দিয়েছেন কিংবা অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন জনস্বার্থে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC