আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন ২০২৫) মাননীয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: আমিরুল কায়ছার এর নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
অভিযানে ফুটপাত দখলমুক্তকরণ এবং মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হয়।
চৌদ্দগ্রাম উপজেলা সেনা ক্যাম্প, চৌদ্দগ্রাম থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, কুইক রেসপন্স টিম চৌদ্দগ্রাম, সোনালী সমাজসেবা ফাউন্ডেশন এবং চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে সহায়তা করেন।
অভিযান চলাকালে ফুটপাত দখলের অভিযোগে দুটি দোকানের অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জানা যায়, দোকানদাররা ফুটপাত ভাড়া দিয়ে অবৈধভাবে সাইড লাইন সংযোগ প্রদান করছিলেন।
চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন জানিয়েছে, জনদুর্ভোগ কমানো ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতেই প্রশাসনের এই উদ্যোগ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC