
চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন ও নিরাপদ করতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে মহাসড়কে শৃঙ্খলা আনয়ন ও ফুটপাত দখলমুক্ত নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়।
শনিবার (২৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপজেলা সেনা ক্যাম্প, চৌদ্দগ্রাম থানা পুলিশ, স্বেচ্ছাসেবক টিম ও চৌদ্দগ্রাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মহাসড়কে থ্রি-হুইলার ও সিএনজি অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করতে পৌরমার্কেট সংলগ্ন সংযোগ সড়কটি বাঁশ দিয়ে বন্ধ করা হয়, তবে পথচারীদের চলাচলের জন্য স্থান রাখা হয়েছে।
এছাড়া, উল্টোপথে চলার কারণে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা সতর্কতা হিসেবে রাস্তার পাশে উল্টিয়ে রাখা হয়। বিকেল ৫টা পর্যন্ত এগুলো পার্শ্ববর্তী দোকানদারের জিম্মায় থাকবে, এরপর মালিকরা তা ছাড়িয়ে নিতে পারবেন।
অভিযানে চৌদ্দগ্রাম বাজারে যত্রতত্র বাস থামানো নিয়ন্ত্রণে মদিনা ও যমুনা পরিবহনের চালক ও সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। এছাড়া, এক ব্যবসায়ীর বিরুদ্ধে ফুটপাত দখল করে ফল ব্যবসায়ীদের জায়গা ভাড়া দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তার দোকান বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হয়।
উপজেলা প্রশাসন মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে।