পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং মোটরযান চলাচল সীমিত করার লক্ষ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস/কেন্দ্রীয় জামে মসজিদ সড়কে স্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল লাল, সাদা ও কালো রঙের এমএস পাইপের স্ট্যান্ড। কিন্তু একদিনের ব্যবধানেই কিছু বেপরোয়া মোটরসাইকেল আরোহী জোরপূর্বক প্রবেশ করে পাইপগুলোর সৌন্দর্য নষ্ট করে।
বুধবার (২১ মে) রাত আনুমানিক ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন আকস্মিক অভিযান চালিয়ে এক বাইকারকে হাতেনাতে আটক করেন, যিনি পাইপ ভেঙে প্রবেশ করার চেষ্টা করছিলেন।
এ সময় আটককৃত বাইকারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রঙ কিনে নষ্ট হওয়া পাইপগুলো পুনরায় রঙ করিয়ে নেওয়া হয়।
তবে বাইকের কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলটি হাইওয়ে থানা হেফাজতে হস্তান্তর করা হয় এবং মালিকানার উপযুক্ত কাগজপত্র প্রদর্শন সাপেক্ষে থানা থেকে ফেরত নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উপস্থিত জনতার উদ্দেশ্যে ইউএনও মো. জামাল হোসেন বলেন, "আপনাদের নিরাপত্তার কথা ভেবেই এখানে স্থায়ীভাবে মোটরযান চলাচল সীমিত করা হয়েছে। কাজেই আপনাদেরই এগুলো রক্ষা করতে হবে। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে।"
এদিন পথচারীদের অধিকার রক্ষায় ফুটপাত দখলমুক্তকরণ ও মহাসড়কে শৃঙ্খলা আনয়ন অভিযানের অংশ হিসেবে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
পূর্বে ফুটপাত দখল করে দোকান বসানোর অপরাধে দুটি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ৫০ টাকার স্ট্যাম্পে মুচলেকার মাধ্যমে তাদের সংযোগ সচল করা হলেও, গতকালের অভিযানে সরেজমিনে দেখা যায় তারা পুনরায় ফুটপাত দখল করেছে। এর পরিপ্রেক্ষিতে, তাদের বিদ্যুৎ সংযোগ পুনরায় বিচ্ছিন্ন করার জন্য পিডিবিকে অনুরোধ করা হয়েছে।
এছাড়াও, চৌদ্দগ্রাম বাজার এলাকায় একটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অপরাধে 'ভোক্তা অধিকার আইন ২০০৯' এর বিধান মোতাবেক রেস্টুরেন্ট পরিচালনাকারীকে ৫০০০ টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এসময় উপস্থিত জনতা এবং রেস্টুরেন্ট মালিককে স্বাস্থ্যঝুঁকির বিষয়ে সচেতন করা হয়। মালিকপক্ষকে ভবিষ্যতে আরও সতর্ক হয়ে স্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC