
অগ্নিকাণ্ড ও সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৮ মে) বিকাল ৫টা ৩০ মিনিটে চৌদ্দগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত সহায়তা হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ২টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মোট ২৫ বান্ডেল ঢেউটিন ও ৭৫,০০০ টাকা বিতরণ করা হয়। প্রতিটি বান্ডেলের জন্য ৩,০০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
এই সহায়তা কার্যক্রম পরিচালনা করে উপজেলা ত্রাণ শাখা। এতে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, নদীভাঙন, অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার অংশ হিসেবেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।