
চৌদ্দগ্রামে পানি নিষ্কাশনের জন্য ড্রেন ও খালগুলো অবৈধ দখলমুক্ত এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করার অভিযান দ্বিতীয় দিনেও চলছে।
শনিবার (৩ মে, ২০২৫) সরকারি ছুটির দিনেও চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
গত বছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এবং আসন্ন বর্ষায় সম্ভাব্য দুর্ভোগের কথা মাথায় রেখে এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
পৌর এলাকায় ড্রেন, নর্দমা ও খালসমূহ থেকে ময়লা-আবর্জনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হচ্ছে, যাতে করে বর্ষাকালে জলাবদ্ধতা না ঘটে এবং জনদুর্ভোগ হ্রাস পায়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নাগরিক সুবিধা নিশ্চিত করতে হলে প্রতিটি নাগরিককে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।
এসময় প্রশাসনের তরফ থেকে যারা ড্রেন ও খালের ভিতরে ঢুকে সর্বসাধারণের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন, সেই সব পৌর কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।