আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সর্বসাধারণের ঈদযাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চৌদ্দগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
আজ (২২ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও চৌদ্দগ্রাম পৌরসভার প্রশাসক মো. জামাল হোসেন-এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, চৌদ্দগ্রাম পৌরসভা, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, সাংবাদিক, স্বেচ্ছাসেবক, ছাত্র প্রতিনিধি ও স্থানীয়দের সহযোগিতায় চৌদ্দগ্রাম বাজার এলাকার মহাসড়ক ও ফুটপাতসহ সর্পনলা খালপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC